দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লণ্ডনের নাগরিকরা জার্মান বোমারু বিমানের লাগাতার হামলার বিরুদ্ধে আকাশে উড়িয়ে দিতেন শয়ে শয়ে বেলুন। ওই বেলুনের শক্ত সুতো বোমারু বিমানের প্রপেলারে জড়িয়ে গিয়ে তাকে নিষ্ক্রিয় করতো। এর কোন উত্তর জার্মান যুদ্ধবাজদের জানা ছিলনা। দেওয়ালে পিঠ ঠেকে গেলে সৃজনশীল জনতা বাঁচার অস্ত্র তৈরি করেন। আজকে কৃষকেরা ঘুড়ি উড়িয়ে ড্রোণকে অকেজো করে লড়াইয়ের নতুন পন্থা দেখাচ্ছেন।
by শান্তনু ভট্টাচার্য | 17 February, 2024 | 1206 | Tags : Farmers Protest Kite Flying Drone Camera